Connecting You with the Truth

৩ মাস পর অনুশীলনে সাকিব

s-10
স্পোর্টস ডেস্ক:
ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য যখন বাংলাদেশ স্কোয়াড যখন মিরপুরে অনুশীলন আর ম্যাচ র্প্যাকটিসে ব্যস্ত তখন সাকিব আল হাসান ছিলেন দর্শক। সেই যন্ত্রনার অবসান হয়েছে। ১৬ সেপ্টেম্বর বিসিবির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। শুক্রবার এশিয়ান গেমস ক্রিকেটে স্বর্ন জয়ের মিশনে ইনচন যাচ্ছে জাতীয় ক্রিকেট দল। দলে আছেন সাকিবও। তাইতো আজ বুধবার কঠোর অনুশীলন করে কাটালেন ক্রিকেটাররা। প্রায় সাড়ে ৩ মাস পর সতীর্থদের সাথে অনুশীলন করার সুযোগ পেলেন সাকিব। এবারের এশিয়ান গেমসে পূর্নশক্তির দলই পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিয়ের কারণে দলে থাকতে পারছেন না মুশফিকুর রহিম। তাই অধিনায়ক করা হয়েছে দেশসেরা পেসার মাশরাফি বিন মর্তুজাকে। ভারত, পাকিস্তান না থাকলেও এশিয়ান গেমস বাংলাদেশ ও শ্রীলঙ্কার জন্য সমান গুরুত্বের। বাংলাদেশের মতো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড যথেষ্ট শক্তিশালী দল নিয়েই ইনচন আসবে। লঙ্কানদের এই দলে রয়েছেন লাহিরু থিরিমান্নে, উপুল থারাঙ্গা, কিথুরুয়ান ভিতানাগে, দীনেশ চান্দিমাল, আশান প্রিয়াঞ্জন ও জীবন মেন্ডিসের মতো খেলোয়াড়রা। এশিয়ান গেমস ক্রিকেটে মূল প্রতিদ্বন্দ্বিতাটা যে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যেই হবে। দু’দলই খেলবে কোয়ার্টার ফাইনাল থেকে। কিন্তু কোয়ার্টার ফাইনালের অপর দুই দল হংকং ও আফগানিস্তান একটু হলেও বুকে কাঁপন ধরাবে বাংলাদেশের। এই বছরই এ দুটো দল বাংলাদেশকে হারিয়ে গেছে বাংলাদেশের মাটিতেই। তাই জাতীয় দল নিয়ে গিয়েও এশিয়ান গেমসে সাফল্যটা কোনোমতেই নিশ্চিত নয় বাংলাদেশের! এশিয়ান গেমসে কি হারের বৃত্ত ভাঙতে পারবে বাংলাদেশের ক্রিকেটাররা? ঘরের মাটিতে জিম্বাবুয়ে সিরিজের আগে নিজেদের ফিরে পাবেন কি ক্রিকেটাররা?

এশিয়ান গেমসে বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, শুভাগত হোম চৌধুরী, সাব্বির রহমান, নাসির হোসেন, শামসুর রহমান, আরাফাত সানী, মুক্তার আলী, মোহাম্মদ মিঠুন, তাসকিন আহমেদ।

Comments
Loading...