দেশজুড়ে

৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়েছে টেকনাফে

Published

on

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৪২ এর সদস্যরা। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে টেকনাফ বিজিবি বিওপির নায়েব সুবেদার বজলুর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় ইয়াবা বহনকারী সিএনজি চালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। বিজিবির টেকনাফ-৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বিজিবির একটি দল টেকনাফগামী একটি অটোরিকশাকে থামার সংকেত দেয়। এসময় চালক ও যাত্রী দূরে অটোরিকশা ফেলে রেখে পালিয়ে যায়। পরে ওই অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তিনি আরো জানান, ইয়াবা ও অটোরিকশা টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অটোরিকশার কাগজপত্র দেখে মালিক ও চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এর আগে ১৯ আগস্ট ২০ হাজার ও ১৮ আগস্ট ৫০ হাজার ইয়াবার আরো দু’টি চালান টেকনাফের বিজিবি উদ্ধার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version