Connecting You with the Truth

৪ গরহঁঃব গরষব জেটপ্যাক দৌড়ের গতি বাড়াবে

it-2
অন্যান্য ডেস্ক:
সময়ের মূল্য সব সময়েই বেশি। বিশেষ করে যুদ্ধক্ষেত্রের মতো পরিস্থিতিতে যেখানে খুব কম সময়ের মাঝে নির্ধারিত হয়ে যায় জীবন এবং মৃত্যু। সে সময়ে আবার সৈনিকদের পিঠে থাকে ভারী ব্যাগ, শরীরে থাকে ভারী পোশাক যার মিলিত ওজন হতে পারে ৯০ পাউন্ডের মতো। এর ফলে তাদের গতি হয়ে যায় আরও ধীর। এমন পরিস্থিতিতে তাদের সাহায্য করার জন্য অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির (অঝট) জেসন কেরেস্টেস নামের এক ছাত্র তৈরি করেছেন ৪ গরহঁঃব গরষব নামের একটি জেটপ্যাক, যা পরিহিত অবস্থায় অতিরিক্ত কষ্ট না করেই একজন মানুষের গতি হয়ে যাবে অনেক দ্রুত। অঝট এর রচৎড়লবপঃং প্রোগ্রামের আওতায় ছিলো এই জেটপ্যাকের প্রকল্প, যেখানে বাস্তব জীবনের সমস্যাগুলো সমাধানের দিকে মনোযোগ দেওয়া হয়। এখানে কেরেস্টেস এর সহায়তা করেন অঝট এর হিউম্যান মেশিন ইন্টিগ্রেশন ল্যাব এর প্রফেসর টমাস সুগার এবং উঅজচঅ। বৈজ্ঞানিক কল্পকাহিনীতে জেটপ্যাক বলতে যদিও আমরা উড়ে বেড়ানোর যন্ত্র বুঝি, তবে এই জেটপ্যাক হলো দৌড়ানোর সুবিধার্থে তৈরি করা। অনেকটা দূরত্ব দৌড়ানোর সময় যেমন কমে আসবে, তেমনি দৌড়ানোর পেছনে শক্তিও লাগবে অনেক কম। প্রাথমিক পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে, স্বাভাবিক অবস্থায় ২০০ মিটার দৌড়াতে একজন ব্যক্তির যত সময় লাগে, এই জেটপ্যাক পিঠে নিয়ে দৌড়াতে সময় লাগে অনেক কম এবং সেই সাথে তার শক্তিও কম খরচ হয়।

Comments
Loading...