Connecting You with the Truth

৫৬টি ধর্ষণ ঘটনায় দোষী ব্রাজিলীয় চিকিৎসক গ্রেপ্তার

প্রতিবেশী দেশ প্যারাগুয়ে থেকে তাকে গ্রেপ্তার করে ব্রাজিল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে ব্রাজিলীয় পুলিশ।

ওই চিকিৎসকের নাম রজার আব্দেলমাসসিহ। তিনি অবৈধভাবে প্যারাগুয়েতে প্রবেশের পর আত্মগোপন করেছিলেন। প্যারাগুয়ে প্রবেশের আগে তিনি পরপর ইউরোপের কয়েকটি দেশে পালিয়ে ছিলেন বলে ব্রাজিলীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

ব্রাজিলের বৃহত্তম শহর সাও পাওলোতে ‘টেস্টটিউব বেবি’ পদ্ধতিতে সন্তান উৎপাদনের একজন বিশেষজ্ঞ ছিলেন তিনি। অন্ততপক্ষে ৩৫ জন সাবেক রোগীকে ধর্ষণ বা যৌন হয়রানি করার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। পরে সেসব অভিযোগ প্রমাণিত হয়।

২০১০ সালে ৫৬টি ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় দোষী সাব্যস্ত হয়ে ২৭৮ বছর কারাদণ্ডে দণ্ডিত হন আব্দেলমাসসিহ।

২০১১ সালে তিনি ব্রাজিল ছেড়ে পালিয়ে যান। ওই বছরই সাও পাওলোর মেডিকেল কাউন্সিল তার চিকিৎসাসনদ বাতিল করে।
ধরা পড়ার পর নিজেকে নিরাপরাধ বলে দাবি করেছেন আব্দেলমাসসিহ।

Comments
Loading...