Connecting You with the Truth

৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ৮নং শুলকবহর ওয়ার্ড কার্যালয় উদ্বোধন করলেন চসিক মেয়র 

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেছেন, সম্মানিত নাগরিকদের ঘরে ঘরে সেবা পৌঁছে দিতে সিটি কর্পোরেশন দায়িত্ব পালন করছে। ৪১টি ওয়ার্ডে ৪১টি ওয়ার্ড কার্যালয়, ১৪ জন মহিলা কাউন্সিলরদের জন্যে ১৪টি মহিলা কার্যালয়ের মাধ্যমে নাগরিক সেবা দেয়া হচ্ছে। সড়ক উন্নয়ন, সংস্কার, নালা-নদর্মা নির্মাণ, সম্প্রসারণ, আবর্জনা অপসারণ, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা, সড়ক বাতি নিয়ন্ত্রণ, ওয়ার্ডের অধীনে নিয়োজিত কর্মচারীদের দৈনিক হাজিরা ও তাদের কর্মকাণ্ড তদারকি ইত্যাদি যাবতীয় কর্মকাণ্ড ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে পরিচালিত হয়। জনগণের ভোটে নির্বাচিত কাউন্সিলরদের মাধ্যমে ২০টি স্ট্যান্ডিং কমিটির সুপারিশ ও প্রস্তাবের ভিত্তিতে সাধারণ সভায় অনুমোদন করে নাগরিক সেবা নিশ্চিত করা হয়। ৬ সেপ্টেম্বর শনিবার সকালে মীর্জাপুল এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব খাতের অর্থায়নে ৪৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ৮ নং শুলকবহর ওয়ার্ড কার্যালয় শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র একথা বলেন। মেয়র বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনপ্রতিনিধিদের মতামতকে প্রাধান্য দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত হয়। গণতান্ত্রিক রীতিনীতি, আলোচনা ও সমালোচনা সবকিছু আমলে নিয়েই জনগণের সার্বিক সেবা নিশ্চিত করা হয়। তিনি আরও বলেন, অতীতের যেকোন সময়ের তুলনায় বিগত ৪ বছরে শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সেবার দ্বার সভার জন্য খোলা আছে। মেয়র নাগরিক সেবায় দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম ফিতা কেটে ও ফলক উন্মোচন এবং মোনাজাতের মাধ্যমে ওয়ার্ড কার্যালয়ের ভবন শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে সাধারণ নাগরিকদের অবগত করানো হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর বিএনপি’র সহ-সভাপতি আবু সফিয়ান, শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ এম নাজিম উদ্দিন, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, পাঁচলাইশ থানা বিএনপি আহ্বায়ক আশরাফ উদ্দিন চৌধুরী, যুবদল মহানগর সভাপতি কাজী বেলাল, কাউন্সিলর এস এম ইকবাল, মাহবুবুল আলম, মোহাম্মদ আজম, মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, মোহাম্মদ হাসান লিটন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সেলিম আকতার চৌধুরী, উপ-সচিব সাইফুদ্দিন মাহমুদ কাতেবী, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ শফিকুল মান্নান ছিদ্দিকী, নির্বাহী প্রকৌশলী আবু সালেহ, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মামুনুল ইসলাম হুমায়ুন, কামরুল ইসলাম, শায়েস্তা উল্লাহ, কাজী সামশুল আলম, শাহ আলম, এ কে এম আজাদ, মো. শাহাজাহান, ইকবাল পারভেজ, আক্তার হোসেন লেদু, ওহিদুল আলম কানন, খোকন, শেখ রাসেল, মো. ইসমাইল, মহসিন কবির, আবদুল মান্নান, সাইফুর রহমান বেলাল, মহিলা নেত্রী রাহেলা জামান, সায়মা হক, নিজাম উদ্দিন, নিজাম খান ও ফয়সাল প্রমুখ।

Comments
Loading...