অচেনা হৃদয় ছবির গানের অ্যালবাম
বিনোদন ডেস্ক:
শফিকুল ইসলাম মিঠু পরিচালিত ছবি ‘অচেনা হৃদয়’ এর দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে বেশ আগে। এবার এ ছবির অডিও অ্যালবাম প্রকাশ হতে যাচ্ছে। ২০ সেপ্টেম্বর রাজধানীর একটি রেস্টুরেন্টে এর প্রকাশনা ও মোড়ক উন্মোচন উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। লেজার ভিশন থেকে আসা এ ছবিতে গান গেয়েছেন পিন্টু ঘোষ, বেলাল খান ও পিন্টু ঘোষ, কোনাল, নওমী, সুকণ্যা, শামীম, ইভা। জানা যায়, অনুষ্ঠানে সংগীতশিল্পীদের পাশাপাশি এ ছবির সকল অভিনেতা, অভিনেত্রী ও ছবির পরিচালক উপস্থিত থাকবেন।