Connecting You with the Truth

অতীতে জাপায় ছিলাম, বতমানেও আছি, ভবিষ্যতেও থাকব -সাবেক এমপি ইস্রাফিল খোকন

ধামরাই প্রতিনিধি, ঢাকা:
“অতীতে জাতীয় পার্টিকে ছেড়ে যাই নি, এখনো যাব না, ভবিষ্যতেও জাতীয় পার্টির সাথেই থাকব।” গত কাল ঢাকার ধামরাই উপজেলার চৌহাট দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাতীয় পার্টির ঢাকা-২০ আসনের সাবেক এমপি মো. ইস্রাফিল খোকন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, “আমি দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে ছিলাম কিন্তু আবার পুরোদমে কাজ শুরু করেছি। সাধারণ মানুষকে নিয়ে আমি ধামরাইয়ের উন্নয়ন করব।”এ সময় তিনি ঢাকা জেলাকে পুনরায় সংগঠিত করে এরশাদের হাতকে শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই দেশের ভবিষ্যৎ তাই তোমাদের মন দিয়ে লেখাপড়া করতে হবে এবং খেলাধুলা মন ও দেহকে সুস্থ রাখে তাই খেলাধুলার প্রতিও সুযোগ করে দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
এতে আরও বক্তব্য রাখেন জিয়াউল হক জুয়েল সহ-সভাপতি জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি, মো. ইউসুফ আলী আহ্বায়ক গণ বিশ্ববিদ্যালয় জাতীয় ছাত্র সমাজ, মো. মিজান মেম্বার সাধারণ সম্পাদক ধামরাই উপজেলা জাপা, মো. ফারুক মেম্বার সভাপতি চৌহাট ইউপি জাপা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. খালেকুজ্জামান, সভাপতি স্কুল কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. আবুল কালাম আজাদ ঢাকা জজ কোর্ট, মো. আমিনুর রহমান প্রধান শিক্ষক উয়ার্শী উচ্চ বিদ্যালয়, আনোয়ার হোসেন সিকদার সদস্য ঢাকা মহানগর আওয়ামী যুবলীগ, মো. আরিফ হোসেন সমাজ সেবক জেঠাইল আমতা, মো. আমিনুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক।
পরে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পরস্কার তুলে দেন, অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন মো. সুজন মাহমুদ সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী চৌহাট।

Comments
Loading...