অদ্ভূত কুকুর, যে আমার-আপনার মতই কথা বলে! (দেখুন ভিডিওতে)
অনলাইন ডেস্ক: বাড়ির পোষা কুকুরটিকে কখনও কথা বলতে শুনেছেন? তাও আবার আপনার ভাষায়? শুনতে অবাক লাগছে? কিছুটা বোকা বোকাও শোনাচ্ছে? খুব স্বাভাবিক। এই ধরণের কথা শুনলে তো মনে হবেই। নিচের ভিডিওটি দেখুন। প্রশ্নগুলো যে নিছকই বোকা বোকা নয় তা নিজে কানেই শুনতে ও দেখতে পাবেন।
ঘটনাটি কিছুদিন আগের। জনৈক এক ব্যক্তি রাতে নিজের পোষা সাইবেরিয়ান হাস্কি কুকুরটিকে ঘুমোতে নিয়ে যাওয়ার চষ্টা করেন। আর সেখানেই ঘটে যায় এই মজাদার ঘটনাটি। এদিকে কুকুরটি কোনও ভাবেই তার জন্য। থাকার নির্দিষ্ট ঘরে যেতে রাজি নয়। এমনভাবে মুক দিয়ে আওয়াজ করতে থাকে যাতে শুনলেই মনে হবে যে সে না বা ইংরাজিতে ‘নো’ বলছে। কুকুরটির দেওয়া সাড়া শুনে রীতিমতো হেসে কুটিপাটি তার মনিবও। ভিডিওটি ……
https://www.youtube.com/watch?v=4CGGijyVK8Y&feature=youtu.be