অধিনায়কত্ব হারানোর পথে আফ্রিদি!
এবারের এশিয়া কাপে বাংলাদেশের কাছে হেরে ফাইনাল থেকে ছিটকে গেছে পাকিস্তান। যার ফলে ক্যারিয়ারের একেবারে শেষ মুহূর্তে এসে অধিনায়কত্ব হারানোর বড় লজ্জার মুখে পড়তে চলেছেন পাকিস্তান টি-২০ দলের অধিনায়ক শহিদ আফ্রিদি।
ভারতে শুরু হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই আফ্রিদির অবসরে যাওয়ার কথা ছিল। কিন্তু বিশ্বকাপ খেলতে যাওয়ার আগেই নেতৃত্ব হারানোর জোর সম্ভাবনা দেখা দিয়েছে তার।
পিসিবি’র চেয়ারম্যান শাহরিয়ার খান তেমনই ইঙ্গিত দিয়েছেন। তিনি সরাসরিই জানিয়ে দিয়েছেন, আফ্রিদিকে নেতৃত্ব থেকে সরানো হতে পারে। বৃহস্পতিবার মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে পরামর্শ গ্রহণের জন্য বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানিয়েছি। তাদের পরামর্শ পেলেই সিদ্ধান্ত নেয়া হবে।’
তবে এই বক্তব্য দেয়ার ১০ মিনিট পর অন্য একটি মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে শাহরিয়ার খান ভিন্ন বক্তব্যই দিয়েছেন। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত হয়তো আফ্রিদিকে নেতৃত্বে রাখা হবে।’