Connecting You with the Truth

অনিশ্চয়তায় নায়ক ইলিয়াস কাঞ্চন

b-1বিনোদন ডেস্ক:
দীর্ঘদিন ধরেই বড়পর্দায় অনুপস্থিত ইলিয়াস কাঞ্চন। তার অভিনীত একটি ছবি আসি আসি করে সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত আটকে গেল সেন্সরে। রাজনৈতিক অসংলগ্ন সংলাপ উপস্থাপন করা হয়েছে বলে ‘বাংলার ফাটাকেস্ট’ নামের এই ছবিটির বিরুদ্ধে অভিযোগ তুলেছে সেন্সরবোর্ড। আর এ কারণেই ছবিটি সেন্সর ছাড়পত্র পায় নি। এ প্রসঙ্গে জানতে চাইলে ইলিয়ান কাঞ্চন বলেন, ‘ছবিটিতে অভিনয় করার পর থেকে এই ছবির পরিচালক বা প্রযোজকের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। এ ব্যাপারে খুব একটা বলতে পারবো না। ছবিটি সেন্সরে আটকে আছে এটা অত্যন্ত দুঃখজনক।’ সাজ্জাদুর রহমান বাদল বলেন, ‘ছবিটি সেন্সরে আটকে গেছে বলবো না। বলবো তারা কিছু কাটিং দিয়েছে। এগুলো রিশুট করে আবার জমা দিলেই ছবিটি সেন্সর পেতে আর কোন সমস্যা থাকবে না।’ ছবিতে একজন প্রতিবাদী, প্রতাপশালী ব্যক্তি হিসেবে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন। এতে স্বাধীন ও তিথি নামের দুই নবাগতকেও দেখা যাবে।


Comments