Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

অন্ধ্র প্রদেশে মন্দিরের প্রাচীর ভেঙে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপতনমে একটি মন্দিরের প্রাচীর ভেঙে অন্তত আট জন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। বুধবার ভোরে ‘শ্রী বরাহলক্ষ্মী নরসিমহা স্বামী’ মন্দিরে এই দুর্ঘটনা ঘটে।

অক্ষয় তৃতীয়া উপলক্ষে হাজারো ভক্ত ভোর থেকেই মন্দিরে জড়ো হচ্ছিলেন। সেই সময়েই ২০ ফুট দীর্ঘ একটি অস্থায়ী প্রাচীর হঠাৎ ভেঙে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে। রাত দুইটার পর থেকে টানা বৃষ্টিপাত হচ্ছিল বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

অন্ধ্র প্রদেশ সরকারের ধর্মস্থান দফতরের প্রধান সচিব বিনয় চাঁদ স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, “দুর্ঘটনার প্রকৃত কারণ এখনই বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টানা ভারী বৃষ্টির কারণেই প্রাচীরটি ধসে পড়ে।”

ঘটনার পরপরই মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। একই সঙ্গে নিহতদের পরিবারকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিরোধী দলনেতা রাহুল গান্ধীসহ অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানার বিভিন্ন রাজনৈতিক নেতা দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

Leave A Reply

Your email address will not be published.