Connecting You with the Truth

অবরোধের ৬৮তম দিনে ঝিনাইদহে বিএনপি’র বিক্ষোভ মিছিল

মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ: অবরোধের ৬৮তম দিন পার করছে বিএনপি-নেতৃত্বাধীন ২০ দলের নেতাকর্মীরা। বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেত্রীর ডাকা চলমান আন্দোলন ও অনির্দিষ্টকালের অবরোধ সমর্থনে ঝিনাইদহে মিছিল করেছে জেলা বিএনপি’র নেতাকর্মীরা। শনিবার সকালে শহরের আরাপপুর বাসস্টান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে রাবেয়া হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু পৌর যুবদলের সাধারণ সস্পাদক লোকমান হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা মীর ফজলে এলাহী শিমুল, মোস্তাক আহমেদ, আব্দুল মান্নান, সেলিম আহমেদ, মশিয়ার রহমান লালন, ইঞ্জিনিয়ার শাহিনুর রহমান, রাজু আহমেদ ও রিংকুসহ প্রমুখ। সমাবেশ নেতাকর্মীরা বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে সাড়া দিয়ে চলমান আন্দোলনে ঝাপিয়ে পড়তে ২০দলীয় জোটের সকল নেতাকর্মীকে আহবান জানান।

Comments
Loading...