অবরোধে স্থবির সাদুল্যাপুরের ব্যবসা বাণিজ্য!
সাদুল্যাপুর প্রতিনিধি, গাইবান্ধা:
টানা অবরোধ ও হরতালের কবলে গাইবান্ধার সাদুল্যপুর উপজেলার ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। সড়কপথে প্রয়োজনীয় পণ্য ও কাঁচামাল আমদানি ও রপ্তানি অনেকক্ষেত্রেই বন্ধ হয়ে গেছে। হারাচ্ছে উৎপাদনশীল প্রতিষ্ঠানগুলো তার উৎপাদনের স্বাভাবিক গতি। এ অবস্থায় সাদুল্যাপুরের অভ্যন্তরীণ অর্থনীতিতে অনেকটা মন্দাভাব বিরাজ করছে। ব্যবসায়ীদের দাবি এ অবস্থা আরো কিছুদিন চলতে থাকলে ব্যবসা-বাণিজ্যে দুর্ভিক্ষ নেমে আসতে পারে। গাইবান্ধার সাদুল্যাপুরের ব্যবসা প্রতিষ্ঠানকে সচল রাখতে বর্তমান পরিস্থিতি থেকে পরিত্রাণ চান ব্যবসায়ীমহল। টানা অবরোধ ও হরতালের কারণে সময়মতো পণ্য রপ্তানি ও আমদানি করা যাচ্ছে না। সিমেন্ট ও লৌহজাতদ্রব্য ব্যবসায়ী দিনেশ চন্দ্র ও কাঁচমাল আড়ৎ ব্যবসায়ী ইয়াছিন আলী বলেন, টানা অবরোধ ও হরতালের কারণে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে মন্দাভাব বিরাজ করছে। উৎপাদনশীল সকল প্রতিষ্ঠানকে হরতাল-অবরোধের আওতামুক্ত করার দাবি জানিয়ে সাদুল্যাপুর বণিক সমিতির সভাপতি শফিউল ইসালাম স্বপন জানান, হরতাল অবরোধে শুধু ব্যবসায়ীরাই নয় শ্রমিকরাও ক্ষতির শিকার হচ্ছেন। অনেকে অর্থাভাবে পেশা পাল্টে ফেলছেন। সবজি চাষি আবদুল বারি, আলমঙ্গীর ও ময়নুল ইসলাম জানান, উৎপাদনশীল সবজি রাজধানীসহ বিভাগীয় শহরে রপ্তানি করতে না পারায়, স্থানীয় বাজারে নিু দরে বিক্রি করতে বাধ্য হচ্ছি। পরিবহন মালিক মানিক মিয়া ও ঠাণ্ডা মিয়া জানান, টানা অবরোধ-হরতালে সবচেয়ে বেশি ক্ষতির আশংকায় রয়েছেন পরিবহন মালিকরা। যাত্রীবাহী পরিবহনে আগুন ধরিয়ে দেয়া ও হামলা-ভাংচুরের আশঙ্কায় সড়কে গাড়ি নামাতে ভয় পাচ্ছেন তারা।