অবশেষে জানা গেল, দেবের প্রেমকাহিনী
বিনোদন ডেস্ক:
বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল প্রেম করছেন টালিউডের হার্টথ্র“ব নায়ক দেব। তবে প্রেমিকার নামটা এতদিন জানা যায়নি। অবশেষে জানা গেল তিনি মডেল রু´িনী মৈত্র। হাজারো সুন্দরীর হৃদয় ভেঙে দেবের হৃদয় জিতে নিয়েছেন রু´িনী। দেব নাকি এতটাই গভীর প্রেমে পড়েছেন যে রু´িনীর সঙ্গে ঘর বাঁধতে চাইছেন এখনই। লরেটো কলেজের ছাত্রী, এমবিএ রু´িনীকে বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে দেবের পাশে পাশে। টলিউডের ফিল্মি পার্টিতেও দেখা গিয়েছে তাঁকে। এমনকী, দেবের আগামী ছবি যোদ্ধার আউটডোর শুটেও গিয়েছিলেন তিনি। আউটডোর শুটে পার্টির ছবি টুইট করেছেন পরিচালক রাজ চক্রবর্তী। ছবিতে দেবের পাশে দেখা যাচ্ছে রু´িনীকে। এর আগে শুভশ্রী ও রাইমা সেনের সঙ্গে সম্পর্ক ছিল দেবের।