Connecting You with the Truth

অবসরের ঘোষণা বিশ্বকাপে সুযোগ না পেয়ে

অবসরের ঘোষণা বিশ্বকাপে সুযোগ না পেয়ে
অবসরের ঘোষণা বিশ্বকাপে সুযোগ না পেয়ে

সান্ড্রো ওয়াগনার ব্রাজিলের কাছে হেরে যাওয়া বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে খেলেছেন জার্মান দলে। কনফেডারেশন কাপ জয়ী জার্মান দলেও ছিলেন তিনি। তবে বিশ্বকাপের জন্য জার্মানির ঘোষিত ২৭ সদস্যের প্রাথমিক দলে নাম নেই। সেই হতাশা থেকে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণাই দিয়ে দিলেন এই বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড। 

কনফেডারেশন কাপের আগে গত বছরই আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন ওয়াগনার। এই সময়ে জার্মানির হয়ে ৮ ম্যাচে করেছেন ৫ গোল। আর জার্মান বুন্দেসলিগায় ২৬ ম্যাচে ১২ গোল করেছেন। এরপরও বিশ্বকাপে সুযোগ না পাওয়ায় হতাশ ওয়াগনার। তিনি বলেন, ‘হতাশ নই, বললে মিথ্যা বলা হবে। বিশ্বকাপে যেতে পারলে ভালো লাগত। অন্তত আমার শিশুরা খুব খুশি হবে যে আমি এ গ্রীষ্মে ওদের সঙ্গে অনেক সময় কাটাব।’

এরপরই অবসরের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। আমি বুঝে গেছি সব সময় সৎ, খোলামেলা ও সরাসরি কথা বলাটা কোচিং দলের সঙ্গে যায় না।’

জার্মান কোচ জোয়াকিম লো অবশ্য বলেছেন তার সিদ্ধান্তে কেউ হতাশ হতে পারে। তবে তিনি দলের স্বার্থেই সিদ্ধান্ত নিয়েছেন।

Comments
Loading...