অবসরে লী না!
স্পোর্টস ডেস্ক:
দুইবারের গ্রান্ড ¯¬্যাম জয়ী চিনের টেনিস তারকা লী না কোর্ট থেকে বিদায় নিতে চলেছেন, এমনটি জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। সংবাদমাধ্যমগুলো আরো জানায়, ইনজুরির সঙ্গে লড়াইয়ে টিকতে না পেরে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিশ্বের ছয় নম্বর এ টেনিস তারকা ২০১১ সালে ফ্রেঞ্চ ওপেন এবং ২০১৪ সালে অস্ট্রেলিয়ান ওপেনের একক শিরোপা জিতেছেন। এশিয়ান টেনিস সেনসেশন দীর্ঘদিন ধরে হাঁটুর চোটে ভুগছেন। আরো জানা যায়, আগামী শুক্রবার ৩২ বছর বয়সী লী না তার অবসরের ঘোষণা দিতে পারেন। এর আগে গত ৫ সেপ্টেম্বর শেষবারের মতো সংবাদমাধ্যমের সামনে আসেন লী না। সে সময় তিনি বলেছিলেন, ‘আমি টেনিস কোর্টকে অনেক বেশি ভালবাসি। এটাই আমার জীবন। ভক্ত, সমর্থকদের অনুপ্রেরণায় আমি আনন্দিত। আপনাদের অনুপ্রেরণা আমাকে আনন্দ দেয়। আর সমর্থকদের জন্যই আমার টেনিস খেলা।’