Connecting You with the Truth

অবৈধ মোবাইল সিম কার্ডের বিরুদ্ধে বিটিআরসির অভিযান

সিমঅবৈধ মোবাইল সিম কার্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বিটিআরসি। রাজধানীর বিভিন্ন মার্কেটে অভিযান চালিয়ে বিটিআরসি’র কর্মকর্তারা জানান, অগ্রিম চালু করা ওই সব সিম কার্ড কোনো ধরণের নিবন্ধন ছাড়াই ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছিলো।

এ ধরণের সিম কারা চালু করছে তা খতিয়ে দেখা হচ্ছে। সেসময় বিভিন্ন মোবাইল কোম্পানির বেশ কিছু সিম কার্ড জব্দ করা হয়। নিবন্ধন ছাড়া সিম কার্ডের মাধ্যমে অপরাধ সংঘটিত হয় বলে বিটিআরসি এরকম অভিযান পরিচালনা করছে।

জনগণকে অগ্রিম চালু করা সিম ব্যবহার না করার আহবানও জানিয়েছে বিটিআরসি। পর্যায়ক্রমে তারা সারাদেশে অভিযান পরিচালনা করবে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments
Loading...