অভিনয় করবেন এককই ফ্রেমে শাকিব-জয়া-ইমন
বিনোদন প্রতিবেদক:
প্রথমবারের মতো একই ছবিতে ফ্রেম বন্দি হতে যাচ্ছেন শাকিব খান- ইমন ও জয়া। ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ ছবির সিকুয়াল ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু’ ছবিতে তারা প্রধান তিনটি চরিত্রে অভিনয় করবেন বলে জানা গেছে। এ সম্পর্কে ইমন বলেন, ‘২০০৭ সাল থেকে চলচ্চিত্রে কাজ করছি। শাকিব খানের মতো একজন সুপারস্টারের সাথে কাজ করবো। এটা ভেবে খুব ভালো লাগছে। ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-টু’ ছবির গল্প এবং আমার চরিত্রই আমাকে এ ছবিটি করতে অনুপ্রাণিত করেছে।’ ইমন প্রায় সাত বছর আগে ‘এফএম সংবেদ’ নাটকে জয়া আহসানের সঙ্গে জুটি বাঁধলেও চলচ্চিত্রে জয়ার বিপরীতে এটিই তার প্রথম ছবি। আগামী মাসের মাঝামাঝি থেকে ভারতে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-টু’ ছবির শ্যুটিং শুরু হতে যাচ্ছে। কবির বকুলের লেখা গান নিয়ে এ ছবির সংগীত পরিচালক হিসেবে আছেন শওকত আলী ইমন। সাফি উদ্দিন সাফি পরিচালিত ফ্রেন্ডজ মুভিজ ইন্টারন্যশনালের এ ছবির কাহিনী, চিত্রনাট্য লিখেছেন রুম্মান রশীদ খান।