Connecting You with the Truth

অভিবাসী শ্রমিকদের নিরাপত্তায় নতুন নীতিমালা

qatar

অভিবাসী শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় সরকার নতুন একটি নীতিমালা তৈরি করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার ঢাকায় মন্ত্রিসভার এক বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নীতি, ২০১৬-এর অনুমোদন দেয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, এই নীতিমালায় বাংলাদেশীদের নিরাপদ অভিবাসন, এবং অভিবাসী কর্মীদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তার দিকগুলো সম্পর্কে উল্লেখ করা হয়েছে। বিদেশে কর্মরত বাংলাদেশী অদক্ষ ও স্বল্প দক্ষ শ্রমিকরা আগে নানাভাবে বঞ্চিত হতেন। এখন অভিবাসী কর্মীরা যাতে অধিকার ও মর্যাদা ফিরে পান, নতুন নীতিমালায় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
অভিবাসী কর্মীদের সুযোগ-সুবিধার ওপর ২০০৬ সালে তৈরি একটি নীতিমালা থাকলেও বিস্তারিত নীতির প্রয়োজনীয়তা দেখা দেয়। এর ফলেই নতুনভাবে একটি নীতিমালা প্রণয়ন করা হয় বলে কর্মকর্তারা বলছেন।

Leave A Reply

Your email address will not be published.