অর্থমন্ত্রীর সাথে সাক্ষাৎকালে দেশে চলমান পরিস্থিতি নিয়ে ইইউ রাষ্ট্রদূতের উদ্বেগ প্রকাশ
দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়াদোন। গত কাল সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে সাক্ষাতকালে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। জবাবে অর্থমন্ত্রী বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। তবে কিভাবে ঠিক হয়ে যাবে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন এটা আমার ব্যক্তিগত আশাবাদ। অর্থমন্ত্রী বলেন, আগামী দুই থেকে তিন বছর পরে কোনো রাজনৈতিক দলেরই হরতাল কর্মসূচি সফল হবে না। সাধারণ মানুষ এগুলো মানবে না। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘এটা আমি জানি না।’ ব্যবসায়ীরা হরতাল বন্ধে আইন চায় প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ এটা আমি সমর্থন করি। এটা হওয়া দরকার।’ ইউ রাষ্ট্রদূতের সঙ্গে তার রাজনৈতিক বিষয়ে তেমন কোনো কথা হয়নি বলেও জানান আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, বাজেট রিফর্ম প্রোগ্রাম এসপিএনপিতে তহবিল দেবে না বলে জানিয়েছে ইইউ। এটা আমাদের জন্য দুঃসংবাদ। এ প্রকল্পটি ইতোমধ্যে অনেক উপকার দিয়েছে জানিয়ে তিনি বলেন- এটা ১৯৯৪ সালে শুরু হয়েছিল। এর মাধ্যমে বাজেট প্রণয়ন ও ব্যয়ের কর্মপরিকল্পনা আধুনিকায়নের কাজ করা হতো। প্রকল্পটি চালু রাখতে অন্যান্য দাতা সংস্থার সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি।