Connecting You with the Truth

ঝিনাইদহে অসম্পূর্ণ প্রশ্নপত্রের পরীক্ষার ফলাফল বিবেচনার দাবীতে মানববন্ধন

Jhenidah student human chain photo 22-08-15

মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ : ঝিনাইদহে ২০০৯-১০ শিক্ষাবর্ষ অনার্স ৪র্থ বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের রিসার্স ম্যাথোডোলজি (গবেষনা পদ্ধতী) বিষয়ের অস¤পূর্ণ প্রশ্নপত্রের পরীক্ষার ফলাফল বিবেচনার দাবীতে মানববন্ধন অণুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১টার দিকে ঝিনাইদহ সরকারী কেসি কলেজ এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। স্থানীয় সরকারী কেসি কলেজ চত্তরে হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসুচি পালন করে। মানববন্ধনে হিসাব বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা অংশ নেয়। ঘন্টাব্যাপি অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন পরীক্ষার্থী ড্যানী আহম্মেদ, আরিফুল ইসলাম, শান্তা ইসলাম, সম্পা খাতুন প্রমুখ।

তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধিনে গত ১৯ আগস্ট অণুষ্ঠিত অনার্স চতুর্থ বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের রিসার্স ম্যাথোডোলজি (গবেষনা পদ্ধতী) বিষয়ের পরীক্ষায় প্রশ্নপত্রে ১৭টি প্রশ্নের স্থলে ১৫টি প্রশ্ন সম্বলিত প্রশ্নেপত্রে পরীক্ষা নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন অবহেলায় তাদের পরীক্ষার ফলাফল বিপর্যয়ের কারন হতে পারে। তাই পরীক্ষার ফলাফল বিবেচনার জন্য জোর দাবি জানান ।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments
Loading...