Connecting You with the Truth

‘অসম প্রেম’ পিতার চরিত্রে পুত্র

b-2
বিনোদন ডেস্ক:
রাজু আহমেদ পরিচালিত ‘অসম প্রেম’ শিরোনামে একটি নতুন সিনেমায় নায়করাজ রাজ্জাকের তরুণবেলার চরিত্রে অভিনয় করবেন তারই বড়পুত্র বাপ্পারাজ। ছবির গল্প লিখেছেন নির্মাতা নিজেই। ‘অসম প্রেম’ ছবির গল্পে দেখা যাবে রাজ্জাক একটি মেয়েকে পিতৃøেহে পরম মমতায় লালন-পালন করেন। কিন্তু মেয়েটি বড় হয়ে রাজ্জাকের প্রতি দুর্বল হয়ে পড়ে এবং তাকে ভালোবাসে। রাজ্জাক মেয়েটিকে তার প্রবাসী ছেলের সঙ্গে বিয়ে দিতে চান। এতে রাজি হয় না মেয়েটি। শুরু হয় সম্পর্কের টানাপড়েন। ছবির গল্পে রাজ্জাকের ছেলের চরিত্রে অভিনয় করবেন ইমন। আর মেয়ের ভূমিকায় থাকছেন অমৃতা। বাপ্পারাজকে ফ্লাশব্যাকে রাজ্জাকের তরুণ বয়সী চরিত্রে দেখা যাবে। গতকাল থেকে কক্সবাজারে শুটিং ইউনিটের সবাই অবস্থান করছেন। আজ থেকে সেখানে ‘অসম প্রেম’ ছবির শুটিং শুরু হবে। উল্লেখ্য, সর্বশেষ ‘কোটি টাকার ফকির’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন রাজ্জাক ও বাপ্পারাজ।

Leave A Reply

Your email address will not be published.