Connecting You with the Truth

অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হবে ৪০হাজার পরিবারের পাশে -শিবলী সাদিক সাদিক এমপি

মোঃ হাসিম উদ্দিন দিনাজপুর:
কর্মহীন হওয়ায় দিনাজপুর-৬ আসনের ৪টি উপজেলায়(বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাড়, হাকিমপুর) দরিদ্র অসহায় নিন্ম আয়ের কর্মহীন মানুষ খাদ্য সংকট নিয়ে বিপাকে পড়েছে। চার উপজেলার ঔসব দরিদ্র অসহায় ও কর্মহীন ৪০ হাজার পরিবারের করোনা দুযোর্গ কালীন সময়ে খাবারের দায়িত্ব নিয়েছেন দিনাজপুর ৬ আসনে সংসদ সদস্য শিবলী সাদিক। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় বলেন- বর্তমান সংকটময় মুহুর্তে আমি বেচে থাকলে আমার নির্বাচনী এলাকার একটি অসহায় মানুষকে আমি না খেয়ে থাকতে দিবনা। আপনারা আতংকিত না হয়ে সর্তক থাকুন ঘরে থাকুন। সরকারের নির্দেশনা মেনে চলুন। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শিবলী সাদিক এমপি বলেন- তিনি কয়েকটি স্বেচ্ছাসেবক দলের মাধ্যমে ইতিমধ্যে কর্মহীন নিন্ম আয়ের ৪০ হাজার পরিবারের তালিকা করেছেন এবং খাবার সামগ্রীর প্যাকেটিং কাজ শেষের পথে। প্রতিটি পরিবারে ১০ কেজি চাল, ৫ কেজি আলু ও ১ কেজি লবন প্রদান করা হবে। খেটে খাওয়া মানুষগুলি তাদের স্ব স্ব কর্মস্থলে ফিরে না যাওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে। ইতিমধ্যে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের পিপিই এবং বিভিন্ন স্বাস্থ্য সামগ্রী ও করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ব্যক্তিগত তহবিল থেকে ১০ লাখ টাকা প্রদান করেছেন এবং তিনি প্রতিদিন চার উপজেলার বিভিন্ন স্থান ঘুরে ঘুরে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষন, দফায় দফায় প্রশাসনের সাথে বৈঠক করে সংকট নিরসনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি নিজে এবং চার উপজেলার ইউএনও, থানার ওসি, উপজেলা ও ইউ,পি চেয়ারম্যান এবং দলীয় স্বেচ্ছাসেবীদের মাধ্যমে ঐ সব অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হবে। এ ছাড়া ঐ সময়ে দরিদ্র অসহায় মানুষদের ওষুধপত্র ও তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য হাতধোয়ার সাবান ও স্যানিটাইজারও বিতরণ করা হবে। বর্তমান সরকার কর্মহীন মানুষদের জন্য দুর্যোগ ও ত্রান মন্ত্রণালয় থেকে খাবার সামগ্রী প্রদানের জন্য আর্থিক বরাদ্দ প্রদান করেছে। সরকারের পাশাপাশি তিনি নিজ তহবিল থেকে ৪০ হাজার পরিবারকে খাবার সহায়তা দিবেন। তিনি করোনা মোকাবেলায় সকল স্তরের জনগনকে বাড়ীতে থাকার ও সমাজের বিত্তবানদের প্রতি নিজ নিজ এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

Comments
Loading...