অসুস্থতা থেকে আরোগ্য লাভের পর আলফাডাঙ্গায় ৬ইউনিয়নের নেতা/কর্মিদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন বিএনপি নেতা শাহ্ জাফর
মোঃ শাহারিয়ার হোসেন,আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ অসুস্থতা থেকে আরোগ্য লাভের পর ফরিদপুরের আলফাডাঙ্গার ৬ইউনিয়নের বিএনপি নেতা/কর্মি ও এলাকা বাসিদের সাথে দুই দিন ব্যাপি শুভেচ্ছা বিনিময় করলেন বি.এন.পি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযো◊া, ফরিদপুর-১আসনের সাবেক সংসদ সদস্য শাহ্ মোঃ আবু জাফর। গত ৭এপ্রিল শুক্রবার সকাল ৮টায় বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বাজার থেকে সফর সূচি শুরু করেন,পরে জয়দেবপুর বাজার, গরানিয়া টুকু মোল্যার মোড়, শিরগ্রাম বাজার,টাবনী বাজার,পাচুড়িয়ার বেড়িরহাট, বেলবানা বাজার,রুদ্রবানা নতুন বাজার, হেলেঞ্চা বাজার,শিয়ালদী বাজার এবং কুঠুরাকান্দি নতুন বাজার। ২য় দিন ৮এপ্রিল শনিবার সকাল ৭টায় গোপালপুর ইউনিয়নের দিগনগর বাজার,কুচিয়াগ্রাম বটতলা বাজার,টগরবন্দের পানাইল বাজার,চরডাঙ্গা পাকারমাথা,মালা বাজার,গোপালপুর সদর বাজার,আলফাডাঙ্গা ইউনিয়নের মহিশারঘোপ বাজার,জাটিগ্রাম বাজার এবং ধলেচর বাজার। এসময় তার সফর সঙ্গি ছিলেন উপজেলা বিএনপি.র সভাপতি আব্দুস সালাম শেখ ,সহ-সভাপতি হাজী আতিয়ার রহমান,সহ-সভাপতি মোঃ রওশন আলম,সাধারন সম্পাদক মিয়া মোঃ আকরামুজ্জামান ,সিনিয়র যুগ্ন সম্পাদক মোঃ নজরুল ইসলাম,যুগ্ন সম্পাদক আবু তাহের শুভ,সাংগঠনিক সম্পাদক নুরু জামাল খসরু, পৌর বিএনপি’র আহবায়ক হাজী আব্দুল ওহাব মিয়া,যুগ্ন আহবায়ক এস,এম খোশবুর রহমান খোকন,ও মোঃ আলমগীর হোসেন,যুবদল সভাপতি মনিরুজ্জামান মনির,সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন,ছাত্রদল সভাপতি ফারুক হোসেন কাজল, ছেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক কামরুল ইসলাম দাউদ এবং ওলামা দলের সভাপতি হাফেজ গোলাম মহিউদ্দিন প্রমুখ। এ ছাড়া প্রতি ইউনিয়নের সভাপতি-সম্পাদক তাদের নিজ নিজ এলাকায় স্থানীয় নেতা/কর্মি ও এলাবাসিদের নিয়ে উপস্থিত ছিলেন।