Connecting You with the Truth

অসুস্থ খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন

দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে দলের নেতাকর্মীদের রাজপথের আন্দোলন চালিয়ে যেতে বলেছেন ।

গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে পুরান ঢাকার নাজিম উদ্দিন সড়কে পরিত্যক্ত নির্জন কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, উনি (খালেদা জিয়া) দেশবাসীর কাছে দোয়া চেয়েছে। দেশবাসী যেন তার সুস্থতার জন্য দোয়া করেন এবং অবিলম্বে এ যে একটা দুঃসময় চলছে জাতির জন্যে, দেশের জন্যে, এই দুঃসময়ের যেন অবসান ঘটে। নেতা-কর্মীদের তিনি (খালেদা জিয়া) সাহসের সঙ্গে আন্দোলন করে যেতে বলেছেন গণতন্ত্রের মুক্তির জন্যে।

Comments
Loading...