অসুস্থ খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন
দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে দলের নেতাকর্মীদের রাজপথের আন্দোলন চালিয়ে যেতে বলেছেন ।
গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে পুরান ঢাকার নাজিম উদ্দিন সড়কে পরিত্যক্ত নির্জন কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব বলেন, উনি (খালেদা জিয়া) দেশবাসীর কাছে দোয়া চেয়েছে। দেশবাসী যেন তার সুস্থতার জন্য দোয়া করেন এবং অবিলম্বে এ যে একটা দুঃসময় চলছে জাতির জন্যে, দেশের জন্যে, এই দুঃসময়ের যেন অবসান ঘটে। নেতা-কর্মীদের তিনি (খালেদা জিয়া) সাহসের সঙ্গে আন্দোলন করে যেতে বলেছেন গণতন্ত্রের মুক্তির জন্যে।