Connecting You with the Truth

অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্তে নিহত ৩

ht

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার দক্ষিণ মেলবোর্নে একটি ছোট হালকা বিমান বেলারিন পেনিনসুলার ভিক্টোরিয়া সমুদ্র উপকূলে বিধ্বস্ত হয়েছে। এতে ৩ জনের মৃত্যু হয়েছে। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির। শুক্রবার ভিক্টোরিয়ার ব্রাউন হেডসে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানায় সেখানকার কর্তৃপক্ষ। বিমান বিধ্বস্তের কারণ স্পষ্ট করেনি কর্তৃপক্ষ।

দুর্ঘটনাস্থলে ২টি এয়ার অ্যাম্বুলেন্স গেছে। এছাড়া কোস্টগার্ড সদস্যরা উদ্ধারকারী দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছে। ছয় আসন বিশিষ্ট ওই বিমানে কতজন যাত্রী ছিল তা জানতে পারেনি পুলিশ। তবে দুর্ঘটনাস্থল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

Comments
Loading...