Connecting You with the Truth

অহনার ষোলকলা!

b-1
বিনোদন ডেস্ক:
মেয়েদের নাকি ষোলকলা থাকে! গ্রাম-বাংলায় শোনা যায় এমন প্রবাদ। স্বামীকে শিক্ষা দিতে সেই ষোলকলার দিকেই মনোযোগ দিলেন অহনা। তবে এ ঘটনা যে বাস্তব নয়, সেটা তো বোঝাই যায়। কারণ ব্যক্তিজীবনে অহনা আপাতত সিঙ্গেল। ‘ষোল কলা’ টেলিছবিতে তাকে এসব কলা-কৌশল প্রয়োগ করতে দেখা যাবে। টেলিছবিটির পরিচালক রিয়াজুল রিজু। চিত্রনাট্য সজল আহমেদের। গাজীপুরের উলুখোলা ও পুবাইলে এর দৃশ্যায়ন শেষ হয়েছে সম্প্রতি। আরও অভিনয় করেছেন মামুনুর রশিদ, ডলি জহুর ও দিলারা জামান। সবই তো বলা হলো, কিন্তু ‘ষোল কলা’য় অহনার যিনি স্বামী, যার ওপর এসব কলা-কৌশল প্রয়োগ; তার কথা তো বাকি রয়ে গেলো। তিনি সাব্বির আহমেদ। টেলিছবিটিতে অবশ্য তার নাম সুলতান মিয়া। খুবই অবুঝ-সহজ-সরল ছেলে। সারাক্ষণ গ্রামের বাচ্চাদের সঙ্গে খেলা করে বেড়ান। পরিবার থেকে তাকে জোর করে বিয়ে করিয়ে দেওয়া হয়। এই বউ হচ্ছেন অহনা। বউকে ভালোবাসে সুলতান মিয়া, বউও তাকে। ক্ষেতে ভাত নিয়ে যায়, খাইয়ে দেয়। বেশ সুখী দম্পতি। এদিকে রিয়াজুল রিজুর চলচ্চিত্র ‘বাপজানের বায়োস্কোপ’ আছে মুক্তির অপেক্ষায়। গ্রাম-বাংলার ইতিহাস-ঐতিহ্য, মুক্তিকামী মানুষের চাল-চিত্র তুলে আনা হয়েছে এতে। অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, মাসুদ মহিউদ্দিন, সানজিদা তন্ময় প্রমুখ।

Comments
Loading...