অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণের নামকরণ নিয়ে জল্পনাকল্পনা
অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণের নামকরণের ক্ষেত্রে ইংরেজি অক্ষরের ক্রম অনুসরণ করছে গুগল। আর তাই নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে কৌতূহল দেখা যায়। এ ছাড়া এই নামগুলো হলো বিভিন্ন মিষ্টান্নের ক্রমানুসারে। তবে এবারে অ্যান্ড্রয়েড পি সংস্করণটির নামকরণ নিয়ে আগেভাগেই নানা জল্পনাকল্পনা শুরু হয়েছে।
‘পি’ দিয়ে কী নাম হবে? অনেকে মনে করছেন, পি দিয়ে পাইনঅ্যাপেল বা ‘আনারস’ নামকরণ করতে পারে গুগল। এর আগে গত বছর ‘ও’ অক্ষর দিয়ে অ্যান্ড্রয়েডের ৮.০ সংস্করণটির নামকরণ করা হয়, ‘ওরিও’। বিখ্যাত চকলেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান ক্যাডবেরির বিস্কুট ব্র্যান্ড ওরিওর নামেই অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণের নামকরণ করা হয়। এবারে কি ফলের নামে নামকরণ হবে? এর আগে জেলি বিন, কিটক্যাট, ললিপপ বা মার্শমেলো প্রভৃতি নামে অ্যান্ড্রয়েডের সংস্করণ দেখা গেছে।
ইতিমধ্যে প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে বলা হচ্ছে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ ‘অ্যান্ড্রয়েড পি’ আনছে গুগল। সংস্করণটি কাজে লাগিয়ে বর্তমানের তুলনায় আরও ভালোভাবে গুগলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সেবা ব্যবহারের সুযোগ মিলবে। মোবাঅ্যান্ড্রয়েডের নতুন সংস্করণের নামকরণ নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে কৌতূহল দেখা যায়। কারণ, নাম রাখার ক্ষেত্রে ইংরেজি অক্ষরের ক্রম অনুসরণ করছে গুগল। এ ছাড়া এই নামগুলো হলো বিভিন্ন মিষ্টান্নের ক্রমানুসারে। তবে এবারে অ্যান্ড্রয়েড পি সংস্করণটির নামকরণ নিয়ে আগেভাগেই নানা জল্পনাকল্পনা শুরু হয়েছে।
‘পি’ দিয়ে কী নাম হবে? অনেকে মনে করছেন, পি দিয়ে পাইনঅ্যাপেল বা ‘আনারস’ নামকরণ করতে পারে গুগল। এর আগে গত বছর ‘ও’ অক্ষর দিয়ে অ্যান্ড্রয়েডের ৮.০ সংস্করণটির নামকরণ করা হয়, ‘ওরিও’। বিখ্যাত চকলেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান ক্যাডবেরির বিস্কুট ব্র্যান্ড ওরিওর নামেই অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণের নামকরণ করা হয়। এবারে কি ফলের নামে নামকরণ হবে? এর আগে জেলি বিন, কিটক্যাট, ললিপপ বা মার্শমেলো প্রভৃতি নামে অ্যান্ড্রয়েডের সংস্করণ দেখা গেছে।
ইতিমধ্যে প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে বলা হচ্ছে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ ‘অ্যান্ড্রয়েড পি’ আনছে গুগল। সংস্করণটি কাজে লাগিয়ে বর্তমানের তুলনায় আরও ভালোভাবে গুগলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সেবা ব্যবহারের সুযোগ মিলবে। মোবাইলে কথা বলার সময় অন্য কেউ রেকর্ড করলে ব্যবহারকারীদের সতর্কও করবে সংস্করণটি। বাজারে আসতে যাওয়া একাধিক স্ক্রিনের ডিভাইস সমর্থন করার পাশাপাশি হালনাগাদ প্রযুক্তির সেন্সরযুক্ত ক্যামেরাও ব্যবহারের সুযোগ মিলবে।
শুধু তা-ই নয়, আগামীর প্রযুক্তি হিসেবে পরিচিত অগমেন্টেড রিয়ালিটি প্রযুক্তিনির্ভর বিভিন্ন অ্যাপও সমর্থন করবে। কাজের পরিধি ও গতি বৃদ্ধি পেলেও ডিভাইসের ব্যাটারি খরচের পরিমাণও কম হবে। ফলে দীর্ঘ সময় ডিভাইস ব্যবহারের সুযোগ মিলবে। সবকিছু ঠিক থাকলে আগামী মে মাসে অনুষ্ঠেয় গুগল ডেভেলপার সম্মেলনে নতুন সংস্করণটি উন্মোচন করা হতে পারে।