Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আঁচলে বাঁধলাম কানের দুল খুলে দেখি ইটের গুঁড়া!

 

received_489881567867492
জামাল মিয়া

চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা: আপনি একদিন বড়লোক হবেন, আপনার ভাগ্য খুবই ভাল এসব বলে এক মহিলার সাথে প্রতারনা করে জনতার হাতে ধরা পড়ে গণধোলাই খেয়েছে এক যুবক।
জানা যায়, মঙ্গলবার (৮ ই মার্চ) দুপুর ১২টায় মাছ কেনার জন্য বাজারে আসা চুনারুঘাট উপজেলার বাগবাড়ী গ্রামের আব্দুল হাশিমের স্ত্রী রাবেয়া খাতুন(৫০)কে নাগাল পায় মৌলভী বাজার জেলার শ্রীমঙ্গল থানার বালুঝুড়ি গ্রামের সুন্দর আলীর পুত্র প্রতারক জামাল মিয়া(৩২)প্রতারক জামাল মিয়া রাবেয়ার সঙ্গে জ্যোতিষী আলাপ করে মুহুর্তেই রাবেয়াকে তার কথার বিশ্বাসী বানিয়ে ফেলে।
দুই জোড়া মোমবাতি মাজারে দান করলে রাবেয়া কিছু দিনের মধ্যেই বড়লোক হয়ে যাবে বলতেই রাবেয়া ২০টি টাকা জামালের হাতে ধরিয়ে দিয়ে এক জোড়া মোমবাতি কিনে মাজারে দান করে দিতে বলে।
কিন্তু প্রতারক জামাল মিয়া টাকা বিশটি না নিয়ে বড়লোক হওয়ার পর্ই রাবেয়াকে মাজারে গিয়ে নিজ হাতে মোমবাতি দান করার পরামর্শ দেয়। এতে জামালের প্রতি রাবেয়ার বিশ্বাস আরো মজবুত হয়।
জামাল রাবেয়ার কাছ থেকে একটা একশো টাকার নোট নিয়ে রাবেয়ার কানের দুল জোড়া খুলে ঐ টাকার ভিতরে পুটলা করে রাবেয়ার আঁচলে বেঁধে বাড়িতে গিয়ে খুলতে বলে চম্পট দেয়। রাবেয়া বিলম্ব না করে পুটলা তখন্ই খুলে ফেলে এবং দেখে এর ভিতরে স্বর্নালংকার নেই আছে ছোট কয়েকটি ইটের টুকরা।
তখন পাশে থাকা একজন সি এনজি ড্রাইভারকে বলে, ভাই আমি আঁচলে বাঁধলাম কানের দুল এগুলো ইটের গুঁড়া হয়ে গেলো কেমনে? ড্রাইভার রাবেয়ার কাছ থেকে বিস্তারিত জেনে আরো কয়েক জনকে সঙ্গে নিয়ে মধ্য বাজার পূবালী ব্যাংকের সামনে ধরে ফেলেন প্রতারক জামালকে। উপস্থিত জনতা জামালের পকেট চেক করে অপর একশো টাকার নোটে পেয়া যায় কানের দুল জোড়া।
মোটামুটি উত্তম মধ্যম দিয়ে থানায় নিয়ে গিয়ে নির্মলেন্দু চক্রবর্তীর কাছে সোপর্দ করে। এস আই সেলিম মারফত জানা যায়, প্রতারক জামালকে মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.