Connecting You with the Truth

‘আইএসআই্এল বিরোধী লড়াইয়ে দ্বিমুখী নীতিতে মার্কিন জোট ’

1bd7f7b7c7b378640740060c641900fe_XLআন্তর্জাতিক ডেস্ক:

আইএসআইএল বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে মার্কিন নেতৃত্বাধীন জোট দ্বিমুখী নীতি গ্রহণ করেছে। ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেসটিভিকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন মার্কিন দার্শনিক এবং রাজনৈতিক বিশ্লেষক জেমস ফেটজার। মার্কিন নেতৃত্বাধীন জোটের যুদ্ধবিমান গুলো আইএসআইএল’এর জন্য অস্ত্র ফেলছে বলে যে সব প্রকাশিত হয়েছে তা বিশেষ গুরুত্বের সঙ্গে তুলে ধরেন জেমস ফেটজার। তিনি বলেন, আইএসআইএল বিরোধী যুদ্ধের অজুহাতে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি দীর্ঘায়িত করতে চাইছে আমেরিকা। তিনি আরো বলেন, তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআই্এল সৃষ্টি এবং একে অর্থ এবং অস্ত্র সরবরাহে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ, ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং সৌদি আরব গভীর ভাবে জড়িত।

Comments
Loading...