আইএস’র নতুন ভিডিওতে ৮ জনের শিরশ্ছেদ
আট জন আরব বেদুঈনের শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করেছে মিশরের ইসলামিক স্টেট (আইএস)। ওই ভিডিওতে বলা হয়, নিহত ব্যক্তিরা মিশর ও ইসরায়েলের সেনাদের হয়ে কাজ করত। জঙ্গি সংগঠন আনসার বেইট আল-মাকদিস সোমবার রাতে টুইটারে ওই ভিডিওটি পোস্ট করে। গত বছর নভেম্বরে আইএস’র প্রতি আনুগত্য প্রকাশ করে ওই চরমপন্থি সংগঠনটি। সংগঠনটি এর আগেও আইএস বিরুদ্ধে সংবাদ প্রদাণকারীদের হত্যার ভিডিও প্রকাশ করেছে। সর্বশেষ ভিডিওতে দেখা যায়, সামরিক পোশাকে মুখোশ পরিহিত জঙ্গিরা আট জনের শিরশ্ছেদ করছে। হত্যার আগে অভিযুক্তদের মিশর ও ইসরায়েলের সেনাবাহিনীর হয়ে কাজ করার কথা স্বীকার করতে বাধ্য করা হয়।