Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আইএস’র হামলায় ২২ ইরাকী সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের ফাল্লুজায় বুধবার দুটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় ইরাকী সম্মিলিত বাহিনীর ২২ সদস্য নিহত হয়েছে। নিহতদের মধ্যে সেনা সদস্য ও পপুলার মোবিলাইজেশন ফোর্সের যোদ্ধারা রয়েছেন। খবর আলজাজিরার। আল-কারমাহ শহরে চালানো ওই হামলায় আরও অন্তত ২৪ জন আহত হয়েছে। ইরাকী সেনা ও যোদ্ধাদের জমায়েতকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হলে এ হতাহতের ঘটনা ঘটে। হামলার পর হারারিয়াত গ্রাম থেকে সেনা সদস্যদের ব্যবহৃত দুইটি সাঁজোয়া যান জব্দ করেছে আইএস সদস্যরা।

আনবার প্রদেশে আইএস সদস্যদের বিরুদ্ধে ইরাকী বাহিনীর পরিচালনা করা জোরালো অভিযানের মাঝে এ ঘটনা ঘটল। প্রদেশটির বিভিন্ন অংশে উভয় পক্ষের মধ্যে লড়াই চলছে।

ফাল্লুজা ও রামাদি শহরে আইএস সদস্যদের রসদ সরবরাহ বন্ধের দাবি করেছে ইরাকী বাহিনী। শহর দুটির আশপাশের অনেক গ্রাম পুনর্দখলের দাবিও করেছে তারা। ফাল্লুজাতে স্থল লড়াইয়ের পাশাপাশি বিমান হামলাও চালাচ্ছে ইরাকী বাহিনী। ওই বিমান হামলায় বেসামরিক লোকজন নিহতের অভিযোগে রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.