Connecting You with the Truth

‘আইএস সৃষ্টি করেছে আমেরিকা’

image_116700_0আন্তর্জাতিক ডেস্ক:

ইরাক ও সিরিয়ায় তৎপর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল-কে সৃষ্টি করেছে আমেরিকা। এ কথা বলেছেন, রুশ ফেডারেশনের চেচনিয়া প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভ। তিনি বলেন, “আইএসআইএল সৃষ্টির নামে আমেরিকা ও পশ্চিমা দেশগুলো মূলত ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।” ইনস্টাগ্রাম একাউন্টে তিনি বলেন, “ওয়াহাবিরা শয়তানের পথ অনুসরণ করছে।” কাদিরভ বলেন, “যদিও ইসলাম হচ্ছে মহান আল্লাহর বাণী তারপরও সুবিধামতো ও প্রয়োজনীয় অংশটুকু ব্যবহার করে ওয়াহাবিরা। কিন্তু ইসলামের অংশবিশেষ ব্যবহার করার কোনো সুযোগ নেই।” চেচেন নেতা বলেন, “আইএসআইএল’র তৎপরতা দেখলে পরিষ্কার হয় যে, ভেতর থেকে ইসলামের বিরুদ্ধে আঘাত করার কাজই করছে তারা যাতে সারা বিশ্ব ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয়।” জর্দানের একজন পাইলটকে আইএসআইএল সন্ত্রাসীরা লোহার খাচায় ভরে বর্বরভাবে পুড়িয়ে মারা পর চেচেন নেতা কাদিরভ এসব কথা বললেন।

Comments
Loading...