Connecting You with the Truth

আক্কেলপুরে অবৈধ সেমাই কারখানা আবিষ্কার ভ্রাম্মমান আদালতে জেল ও জরিমানা

আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাটের আক্কেলপুরে এক অভিযান চালিয়ে অবৈধ সেমাই কারখানা থেকে বিপুল পরিমান সেমাই ও সেমাই তৈরির কাাঁচামাল উদ্ধার করেছে জয়পুরহাট র‌্যাব-৫ । ১২ ই জুন বিকাল ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র‌্যাব-৫ এর কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শামিম হোসেন এর নেতৃত্বে আক্কেলপুর উপজেলার পশ্চিম আমুট্র মাদ্রাসাপাড়ার বিশিষ্ঠ্য ব্যবসায়ী শহিদুল ইসলাম শহিদ এর বাসায় গোপনে অবৈধ সেমাই কারখানায় অভিযান চালিয়ে ৩৮ খাঁচা লাচ্চা সেমাই, নিন্ম মানের ভোজ্য তেল, সেমাই প্রস্তুতের খামির আটক করে র‌্যাবের অভিযানিক টিম। পরে বিষয়টি র‌্যাব কতৃপক্ষ আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার সালাহ্উদ্দিন আহম্মেদকে প্রয়োজনীয় ব্যবসাথার জন্য অবহিত করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্মমান আদালতের মাধ্যমে এই অবৈধ কারখার সত্বাধীকারি মোঃ আমিনুল ইসলাম সুয়েজ খাঁন (৪৫) কে ১ বছরের বিনাশ্রম কারদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন এবং কারখানার কর্মচারি বদলগাঁছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের জগপাড়া গ্রামের নিতাই চন্দ্র মন্ডলের পুত্র নন্দন চন্দ্র মন্ডল (৩৫) কে ৬ মাসের বিনাশ্রম কারদন্ড প্রদান করে, জব্দকৃত মালামাল ধংস করেন।

Comments
Loading...