Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আগামীকাল রংপুর আইনজীবি সমিতির কর্ম বিরতি ঘোষনা

আমিরুল ইসলাম, রংপুর: রংপুর আইনজীবি সমিতির এক বিশেষ সভায় আগামীকাল আইনজীবিগণ কর্ম বিরতি পালন করবে মর্মে সিদান্ত গ্রহন করা হয়। এছাড়াও আইনজীবি সমিতির উদ্যোগে আগামীকাল সকাল ১১টায় আদালত ভবন থেকে বিক্ষোভ মিছিল রংপুর জেলা প্রশাসক কারয্যলয় পর্যন্ত প্রদক্ষিন শেষে আদালত ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে।সভায় উপস্থিত ছিলেন,রংপুর আইনজীবি সমিতির সভাপতি আব্দুল কাইয়ুম মন্ডল, সাধারন সম্পাদক আব্দুল মালেকসহ আইনজীবি সমিতির সকল নেতৃবৃন্দ। রংপুরের সকল আইনজীবিদের যথাসময়ে উপস্থিত তাকার জন্য নেতৃবৃন্দের পক্ষে আহব্বান করা হয়েছে। উলেখ্য যে, রংপুরের কাউনিয়ায় জাপানী নাগরিক হোশি কুনিও হত্যা ও কাউনিয়ায় মাজার খাদেম রহমত আলী হত্যা মামলার আসামী জঙ্গি সংগঠন জেএমবির জঙ্গিদের বিরুদ্ধে সরকার পক্ষে মামলা পরিচালনাকারী প্রধান আইনজীবি রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকারের আদালতের বিশেষ পিপি রথিশ চন্দ্র ভৌমিক বাবু সোনা এ্যাডভোকেট গতকালশুক্রবার সকাল থেকে নিখোঁজ রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.