Connecting You with the Truth

আগামী ১৫ নভেম্বর দুর্নীতির মামলায় এরশাদের আপিল শুনানি

arshadদুর্নীতির মামলায় সাজার রায়ের বিরুদ্ধে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদের আপিল শুনানির জন্য ১৫ নভেম্বর দিন ধার্য করেছে হাইকোর্ট।

দুদকেরে আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য আজ মঙ্গলবার এ দিন ধার্য করে দেন। আদালতে এরশাদের পক্ষে শেখ সিরাজুল ইসলাম এবং দুদকের পক্ষে খুরশিদ আলম খান শুনানি করেন।

রাষ্ট্রপতি থাকাকালে পাওয়া বিভিন্ন উপহার সামগ্রী রাষ্ট্রীয় কোষাগারে জমা না দেওয়ার অভিযোগে ১৯৯১ সালের ৮ জানুয়ারি তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো এরশাদের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় একটি দুর্নীতির মামলা দায়ের করে। মামলায় ১ কোটি ৯০ লাখ ৮১ হাজার ৫৬৫ টাকার আর্থিক অনিয়মের অভিযোগ আনা হয়। ১৯৯২ সালের ৩ ফেব্রুয়ারি নিম্ন আদালত ওই মামলায় এরশাদকে তিন বছরের সাজা দেয়। এই সাজার রায়ের বিরুদ্ধে ওই বছরই আপিল করেন এরশাদ। আপিলটি দুই যুগ ধরে হাইকোর্টে বিচারাধীন রয়েছে। বিচারাধীন থাকাবস্থায় ২০১২ সালের ২৬ জুন এই মামলায় পক্ষভুক্ত হয় দুদক।

Comments
Loading...