Connecting You with the Truth

আগাম বার্তা যমজ সন্তানের বাবা হচ্ছেন রোনাল্ডো

আবারও বাবা হতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গুজব ডালপালা ছড়িয়েছে। ২০১০-এ প্রথম বাবা হন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ ফরোয়ার্ড।

নতুন খবর, এবার একটি আমেরিকান সারোগেটের সাহায্যে যমজ ছেলের বাবা হতে চলেছেন রোনাল্ডো।

তার প্রথম ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়রের বয়স এখন ৬।

লন্ডনের ট্যাবলয়েড দ্য সান-এর দাবি, রোনাল্ডো ও তার পরিবার শিগগিরই ‘নতুন অতিথিদের’ স্বাগত জানাতে প্রস্তুত।

খবরে বলা হয়, যমজ পুত্রসন্তান পৃথিবীতে আসার পর রোনাল্ডো মাদ্রিদের উপকণ্ঠে তার ছয় মিলিয়ন ডলারের প্রাসাদে তাদের নিয়ে যাবেন। তবে প্রথম সন্তানের মতো যমজ দুই ছেলেরও মায়ের পরিচয় অজ্ঞাত।

২৩ বছর বয়সী স্প্যানিশ মডেল জর্জিনা রদ্রিগুয়েজের সঙ্গে প্রণয়-পর্ব চলছে রোনাল্ডোর।

Comments