Connecting You with the Truth

আজকের টিপস্

it-2
অন্যান্য ডেস্ক:
উৎসবের মৌসুম। বাড়িতে মেহমানের যাতায়াত লেগেই আছে। আর মেহমান মানেই আপ্যায়ন, খাওয়া দাওয়া। বার বার খেতে দিলে থালাবাসনও ধুতে হয়। আবার জমিয়ে রেখে একবারে ধোয়াটাও কষ্টকর। কী করবেন তাহলে? জেনে নিন। কাজের কষ্ট কমাতে চাইলে একটু খরচ করতে হবে। কিনতে হবে কিচেন টিস্যু। একটি বড় গামলায় গরম পানিতে লিকুইড সোপ ভালো করে মেশান। এবার অপরিষ্কার প্লেট বা বাসন টিস্যু দিয়ে মুছে সাবান পানিতে ডোবান। এরপর হাত দিয়ে ঘষে পরিষ্কার পানিতে ধুয়ে ফেলুন। এতে পরিশ্রম কম হবে, আবার কম সময়ে বেশি বাসন ধোয়া যাবে।

Comments
Loading...