Connecting You with the Truth

আজ ফের বসছে সংসদ

national pirlomentস্টাফ রিপোর্টার:

টানা দশদিন বিরতি শেষে আজ রোববার ফের বসছে দশম সংসদের পঞ্চম অধিবেশন। এদিন বিকেল ৪টা ৪৫ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হবে।
এর আগে গত ১২ মার্চ বৃহস্পতিবার রাত ৯টা ০৫ মিনিটে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া সংসদের বৈঠক ২২ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করেন।
প্রসঙ্গত, বিএনপির নেতৃত্বাধীন জোটের নির্বাচন বর্জনের মধ্য দিয়ে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা ১২ জানুয়ারি শপথ নেন। একদিন পর ১৩ জানুয়ারি নতুন সরকারের মন্ত্রিসভা গঠিত হয়। বিএনপি নির্বাচনে না আসায় এবারই প্রথম বিরোধী দলের আসনে জাতীয় পার্টি। এর ফলে
প্রথমবারের মতো বিরোধী দলীয় নেতা সাবেক ফার্স্টলেডি রওশন এরশাদ। বিরোদী দলের একাধিক সদস্য এবারের মন্ত্রিসভায় স্থান পাওয়ায় শুরু থেকেই এই সংসদ নিয়ে নানা মহলে সমালোচনা শুরু হয়।
দশম জাতীয় সংসদের পথচলা শুরু হয় ২০১৪ সালের ২৯ জানুয়ারি। নানা সমালোচনা ও বিএনপি’র আন্দোলন কর্মসূচির মধ্যেই দশম জাতীয় সংসদ ইতোমধ্যে ৪টি অধিবেশন সফলভাবে সম্পন্ন করেছে। নতুন বছরের প্রথম এবং দশম সংসদের পঞ্চম এ অধিবেশন শুরু হয় ১৯ জানুয়ারি। অধিবেশন শুরুর দিন কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ৫ মার্চ পঞ্চম অধিবেশন সমাপ্ত করার কথা থাকলেও, পরবর্তীতে এ অধিবেশনের মেয়াদ বাড়ানো হয়। আগামী ২ এপ্রিলের মধ্যেই পঞ্চম অধিবেশন সমাপ্ত হবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

Comments
Loading...