আজ লোপার শুভ ‘জন্মদিন’
বিনোদন ডেস্ক:
সংবাদ পাঠিকা ও কণ্ঠশিল্পী লোপা হোসেনের প্রথম একক অ্যালবাম ‘আড়ি’ প্রকাশিত হয় ২০০৭ সালে। এর জন্য সিটিসেল-চ্যানেল আই অ্যাওয়ার্ডসে সেরা নবাগত শিল্পীর পুরস্কার জেতেন তিনি। ওই অ্যালবামের ‘জন্মদিন’ শিরোনামের গানটি এফএম রেডিওর সুবাদে শ্রোতাপ্রিয়। ২৪ আগস্ট লোপা হোসেনের জন্মদিন। এ উপলক্ষে প্রকাশ হচ্ছে এ গানটির মিউজিক ভিডিও। গানটির কথা- ‘আজ পৃথিবীর সব শুভকামনা, তুমি হও সুন্দর অনন্য/আাজ পৃথিবীতে ফোঁটা সব রাঙা ফুল/শুধু তোমারই জন্য….হ্যাপি বার্থ ডে টু ইউ’। প্রীতম আহমেদের সুরে গানটির নতুন সংগীতায়োজন করেছেন অভিজিৎ চক্রবর্তী জিতু। এ প্রসঙ্গে লোপা হোসেন বলেন, ‘গানটি আমার ভীষণ প্রিয়। তাই শ্রোতাদের উদ্দেশ্যে এর মিউজিক ভিডিও প্রকাশ করছি। ২৪ আগস্ট একুশে টিভির ‘একুশের দুপুর’ অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকছি। সেখানেই এটি প্রথম প্রচার হবে। এরপর অন্য সব চ্যানেলে ও ইউটিউবে পাওয়া যাবে।’ মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন পার্থ সরকার। ২০ আগস্ট উত্তরায় এর দৃশ্যধারণ হয়। গানের বাইরে লোপা হোসেন বর্তমানে এটিএন বাংলার সিনিয়র সংবাদপাঠিকা হিসেবে কাজ করছেন। গত বছর রোজার ঈদ উপলক্ষে লেজার ভিশন থেকে প্রকাশিত হয় তার দ্বিতীয় একক অ্যালবাম ‘আশার ভেলা’।