Connecting You with the Truth

আটক পাকিস্তান হাই-কমিশন কর্মকর্তাকে হস্তান্তর

Attok1454337665ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের কাউন্সিলরের ব্যক্তিগত সহকারী আবরার রেহমতকে (৩৫) আটকের পর হাইকমিশনের কাছে হস্তান্তর করেছে পুলিশ। সোমবার দুপুর ২টার দিকে গুলশানের ২নং সেকশনের ৭৯ নম্বর সড়কের ১ নম্বর বাসার সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার অভিযোগে পুলিশ তাকে আটক করে। আটকের পর তাকে গুলশান থানায় নিয়ে যাওয়া হয়। বিষয়টি পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার মোস্তাক আহমেদ নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ তাকে গুপ্তচর সন্দেহে আটক করেছিল। পরে হাইকমিশনের কর্মকর্তাদের কাছে তাকে হস্তান্তর করা হয়।

গুলশান থানার পুলিশ জানায়, আবরারকে আটকের খবরটি পুলিশের চ্যানচারি বিভাগকে জানায় গুলশান থানার পুলিশ। এরপর সন্ধ্যায় পাকিস্তান হাইকমিশনের দ্বিতীয় সচিব গুলশান থানায় আসেন। পুলিশ তার কাছে আবরার রেহমতকে হস্তান্তর করেন।

গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, পুলিশ সন্দেহজনক ঘোরাফেরার অভিযোগে আবরারকে আটক করা হয়। পরে হাইকমিশনের কর্মকর্তারা থানায় এসে তাকে নিয়ে যান।

Comments
Loading...