আটোয়ারীতে রাধানগর ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষনা
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ৪নং রাধানগর ইউনিয়ন পরিষদের ২০১৭ -১৮ অথর্ বছরের উম্মুক্ত বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষনা করেছেন ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ। ২৯ এপ্রিল শনিবার সকালে রাধানগর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ-এর সভাপতিত্বে প্রধান পরামর্শক হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান এবং প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বাজেট ঘোষনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য মোছাঃ লুৎফা বেগম, জেলা হিন্দু.বৌদ্ধ,খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি কল্যাণ কুমার ঘোষ, রাধানগর ইউপি’র সাবেক চেয়ারম্যান মাহাবুব আলম প্রধান,রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈমুর রহমান, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুশ, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার যতীশ চন্দ্র, বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম প্রমুখ। ইউপি চেয়ারম্যান আবু জাহেদ-এর খসড়া বাজেট ঘোষনার তথ্য মতে রাধানগর ইউনিয়নের ২০১৭ – ১৮ অর্থ বছরে সম্ভাব্য আয় সর্বমোট ১৪ ৫৫৬১৩৩/-টাকা। প্রারম্ভিক জের ৪৫০০০/-টাকা সহ মোট আয় ১৪৬০১১৩৩/- এবং মোট ব্যয় ১২৭৩৭৩৪৫/-। সমাপ্তির জের ৬০০০০/- টাকা সহ মোট ব্যয় ১৪৬০১১৩৩/-টাকা। উম্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও কর্মচারী, এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।