Connecting You with the Truth

দুই মামলার হাজিরা দিতে আদালতে খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার :  জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাজিরা দিতে বকশিবাজারের অস্থায়ী আদালতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উপস্থিত হয়েছেন। এর আগে সকাল ১০টার দিকে আদালত চত্বরে পৌঁছান তিনি। তবে আদালতের কার্যক্রম শুরু না হওয়ায় এ সময় গাড়িতেই বসে থাকেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এই দুই মামলায় আজ বাদী দুদকের উপপরিচালক হারুন-অর-রশিদকে আসামিপক্ষের অসমাপ্ত জেরা ও পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Comments
Loading...