Connecting You with the Truth

আদালত অবমাননা- ২৪ ফেব্র“য়ারি সংগ্রাম সম্পাদকসহ চারজনের শুনানি

court obomanonaস্টাফ রিপোর্টার:
আদালত অবমাননার অভিযোগে জারি করা রুলে ‘দৈনিক সংগ্রাম’ পত্রিকার সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে অভিযোগের শুনানির জন্য আগামী ২৪ ফেব্র“য়ারি দিন ধার্য করা হয়েছে। গত কাল চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শুনানির জন্য ফের এই দিন ধার্য করেন। এ সময় প্রসিকিউশনের কেউ উপস্থিত না থাকলেও বিবাদীপক্ষের আইনজীবী শিশির মোহাম্মাদ মনির উপস্থিত ছিলেন। বিচারাধীন বিষয় নিয়ে বক্তব্য প্রকাশ করায় দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে গত ৩ আগস্ট আদালত অবমাননার রুল জারি করেন ট্রাইব্যুনাল। মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মামলার বিচারিক কার্যক্রম চলাকালে সংবাদ/প্রতিবেদন প্রকাশ করে জামায়াতের মুখপত্র ‘দৈনিক সংগ্রাম’। প্রকাশিত এসব সংবাদ আসামি পক্ষের প্রদর্শনী হিসেবেও ট্রাইব্যুনালে দাখিল করা হয়। বিষয়টি ট্রাইব্যুনালের নজরে এলে আদালত অবমাননার রুল আনা হয়। ‘একাত্তর সালে আজহার নামে কোনো রাজাকার কমান্ডারের নাম শুনিনি’ এবং ‘১৯৬৯ সাল থেকে ১৯৭৪ সাল পর্যন্ত রংপুর কারমাইকেল কলেজে আজহার নামে কোনো ছাত্র নেতা ছিলেন না’ শিরোনামে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরামুল হক দুলু এবং সাবেক ছাত্রলীগ নেতা আজিজুর রহমান সরকার রাঙ্গার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদন প্রকাশ করে দৈনিক সংগ্রাম।

Comments