Connecting You with the Truth

আপাতত লন্ডন যাচ্ছেন না খালেদা

খালেদা-জিয়াবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা স্থগিত করা হয়েছে। বিএনপির দায়িত্বশীল একটি সূত্র থেকে জানা গেছে, আগামীকাল শুক্রবার রাতে লন্ডনে যাওয়ার কথা থাকলেও তিনি যাচ্ছেন না। কবে যাবেন, তা আপাতত নিশ্চিত করে বলা যাচ্ছে না।

সূত্র জানিয়েছে, লন্ডন সফরে খালেদা জিয়া চোখের চিকিৎসা করানোর পাশাপাশি কমনওয়েলথের মহাসচিব কমলেশ শর্মাসহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তা এবং যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় রাজনীতিকের সঙ্গে সাক্ষাৎ করতেন। শেষ মুহূর্তে সফর স্থগিত করার একটি প্রধান কারণ হিসেবে সূত্র জানিয়েছে, কমনওয়েলথ মহাসচিবসহ আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাক্ষাৎ-সূচির পরিবর্তন হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানিয়েছেন, ‘খালেদা জিয়া কবে লন্ডন যাবেন, তা এখন নির্দিষ্ট করে বলতে পারছি না।’

Comments
Loading...