Connecting You with the Truth

আফগানিস্তানের পানশিরে ফের তুষারধস

ice_212215500আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলের পানশির উপত্যকায় আবার বড় ধরনের তুষারধস হয়েছে। রোববার পানশিরের প্রাদেশিক গভর্নরের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এই নতুন তুষারধসে আগের তুষারধসে চাপা পড়া এলাকাগুলো পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গভর্নর আব্দুল রহমান কাবিরি বিবিসি’কে জানিয়েছেন, ৪০ মিটার উঁচু তুষারের নীচে নতুন এলাকাও চাপা পড়েছে। সাম্প্রতিক দিনগুলোতে দেশজুড়ে তুষারধস ও বন্যায় অন্তত ২৮৬ জনের মৃত্যু হয়েছে বলে এর আগে জানিয়েছিলেন আফগান প্রেসিডেন্ট আশ্রাফ ঘানি। এদের মধ্যে পানশিরেই বেশিরভাগ মানুষ মারা গেছেন। ওই উপত্যকার অনেক মানুষ তুষারে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছিল। এরই মধ্যে আবার তুষারধসে পরিস্থিতি সঙ্কটজনক হয়ে পড়েছে। তুষারধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ পারিয়ান বিচ্ছিন্ন হয়ে আছে বলে জানিয়েছেন আফগান কর্মকর্তারা। কোনো এলাকায় তুষার পরিষ্কার করে ত্রাণ ও উদ্ধারকাজে কিছুটা গতি সঞ্চার করা গেছে। ২০১০ ও ২০১২ সালেও ওই এলাকায় তুষারধসে বহু মানুষ নিহত হয়েছিলেন। তবে এবার পানশিরের তুষারধসে মতো ধস গত ৩০ বছরেও হয়নি বলে জানা গেছে।

Comments
Loading...