আফগানিস্তানে তালেবানের হামলা, ৪০০ বন্দীর পলায়ন
আফগানিস্তানের একটি কারাগারে তালেবানরা হামলা চালিয়ে শত শত বন্দীকে মুক্ত করেছে। স্থানীয় সময় সোমবার গজনি শহরের কারাগারে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।
তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, রাত দুইটার দিকে একজন বন্দুকধারী ও তিনজন আত্মঘাতী বোমা হামলাকারী কারাগারে হামলা চালিয়েছে ও ৪০০ বন্দীকে মুক্ত করেছে। তিনজন বোমা হামলাকারী মারা গেছেন। তিনি বলেছেন, কারাগারে হামলা চালানোর ঘটনায় ৪০ জন আফগান নিরাপত্তা কর্মী ও কারাগার প্রহরী মারা গেছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলে দুইটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি বিস্ফোরিত গাড়ি দেখা গেছে। গাড়িটি কারাগারের মূল প্রবেশ পথে বিস্ফোরণ করা হয়েছিল। দেখে মনে হচ্ছে, কারগারে সব বন্দীই পালিয়ে গেছে।
বাংলাদেশেরপত্র/এডি/আর