আফগানিস্তানে বোমা হামলায় নিহত ১৫
আফগানিস্তানে রাস্তায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ১২ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়া তালেবানের আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত হয়েছে আরও তিনজন। শুক্রবার দক্ষিণ-পূর্ব প্রদেশের গজনিতে এবং পূর্ব দিকের জালালাবাদ প্রদেশে এ পৃথক ঘটনা ঘটে। গত মাসে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা বাড়ানোর পর দেশটির সরকার ও বিদেশি সেনাদের ওপর তালেবানদের হামলার পরিমাণ বেড়েছে। জালালাবাদ প্রদেশের পুলিশের মুখপাত্র হযরত হুসেইন মাশরিকিউয়াল বলেন, শুক্রবার সকালে জালালবাদ বিমানবন্দরের কাছে একটি বিদেশি সেনাবহরে আত্মঘাতী হামলা চালানো হয়। এই শহরে গুরুত্বপূর্ণ মার্কিন সেনা ঘাটি রয়েছে। তিনি বলেন, হামলায় তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও চারজন। তালেবানরা হামলার দায় স্বীকার করেছে। এর আগে গজনিতে রাস্তায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে একটি মিনিভ্যানের ১২ যাত্রী নিহত হয়েছে। বিদেশি ও আফগান সেনাদের বিরুদ্ধে গত ১৩ বছরের লড়াইয়ে তালেবানরাই রাস্তায় বোমা পুঁতে রাখে।