Connecting You with the Truth

আফগান সেনাপ্রধান ওয়ালি মোহাম্মাদ বরখাস্ত

সেনাপ্রধান ওয়ালি মোহাম্মাদ বরখাস্ত করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। মাত্র দুই মাস আগে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল।

জেনারেল হেবাতুল্লাহ আলীজাইকে নতুন সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এতদিন আফগান বিশেষ বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন।

আফগানিস্তান থেকে বিদেশি সেনা সরে যাওয়ায় দেশটির বিভিন্ন অঞ্চল দখলে নিয়েছে তালেবান। এ অবস্থায় দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হওয়ার পর জেনারেল আহমাদজাইকে সরিয়ে দেওয়া হলো।

বিভিন্ন স্থানে তালেবানের সঙ্গে সেনাবাহিনীর প্রচণ্ড সংষর্ষ চললেও সেনাপ্রধানকে কোনো ফ্রন্ট পরিদর্শন করতে দেখা যায়নি। এমন অভিযোগ ওঠার পর দেশটির একাধিক সংসদ সদস্য তাকে সরিয়ে দেওয়ার আহ্বান জানান।

Comments
Loading...