আবারও ইনজুরিতে তাসকিন
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারত সফরে প্রথম ওয়ানডেতেই ইনজুরিতে পড়েছেন তরুণ টাইগার পেসার তাসকিন আহমেদ। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে পাঁচ ওভার বল করেই মাঠের বাইরে চলে যান তিনি।
এরপর আর মাঠে দেখা যায়নি তাকে। বিসিবির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, তাসকিনের চোট বেশ গুরুতর। দুই-এক দিনের মধ্যে তাকে দেশে ফিরিয়ে আনা হবে।
এর আগে, নিজের মাটিতে ভারতের বিপক্ষের দ্বিতীয় ওয়ানডেতে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান তিনি।‘সাইড স্ট্রেনের’ পুরোনো চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। ঘরের মাটিতে সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও মাঠে দেখা যায়নি তাকে।
ভারত এ দলের বিপক্ষে প্রথম ওয়ানডেতে পাঁচ ওভার বল করে ৪৬ রান দিয়ে ১ উইকেট পান টাইগার স্পিড সেনসেশন। তার জায়গায় দলে ডাক পেতে পারেন কামরুল ইসলাম রাব্বী।